টরন্টো, ১৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, নভো সংখ্যা ১৫
              
হোমপেজ সম্পাদকীয় পাঠক পরিষদের কথা কবিতা ছোট গল্প ধারাবাহিক পাঠাগার আর্কাইভ লেখক পরিচিতি অনুবাদ বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল যোগাযোগ আবৃত্তি

কার্তিকের কুয়াশা

জলে বিজলি

এ কে এম সাইদুজ্জামান, পি এইচ ডি, পি এন্জ




শিল্প-কারখানায় ব্যবহারযোগ্য পানি সরবরাহের উৎস হিসেবে পৌর বর্জ্য পানি একটি মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হলেও পানি প্রকৌশলের এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পৌর–বর্জ্য পানির নতুন নতুন সমস্যা প্রতিনিয়ত উপস্থাপিত হচ্ছে । পৌর–বর্জ্য পানি অথবা গার্হস্থ্য বর্জ্য পানি বলতে বুঝতে হবে পয়ঃবর্জ্য (টয়লেট, স্নানাগার থেকে নিষ্কাশিত পানি) এবং গৃহস্থালির কাজে ব্যবহৃত পানি যেমন রান্নাঘরে ব্যবহৃত পানি, কাপড় ধোয়ায় ব্যবহৃত পানি ইত্যাদি। খাল-বিল, নদী-নালা, সমুদ্র এবং ভূগর্ভস্থ পানি সংগ্রহ এবং শোধন করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া অর্থাৎ পানি সরবরাহ যেমন আছে, তেমনি এই পানি ব্যবহারের পর তার সুষ্ঠ নিষ্কাশন, শোধন এবং অপসারণ (নদী-নালা, খাল-বিল, সমুদ্রে ফেরৎ পাঠানো) অর্থাৎ “পয়ঃনিষ্কাশন ব্যবস্থা” আছে। এ প্রসঙ্গে "পানি সরবরাহ ব্যবস্থা" এবং “পয়ঃনিষ্কাশন ব্যবস্থা” - এদুটির সংজ্ঞা তুলে ধরি। “পানি সরবরাহ ব্যবস্থা” অর্থ পানি সংগ্রহ, শোধন, পাম্পিং, সঞ্চয় এবং সরবরাহ করার ব্যবস্থা। “পয়ঃনিষ্কাশন ব্যবস্থা” অর্থ স্বাস্থ্য, পয়ঃ এবং শিল্পবর্জ্য সংগ্রহ, পাম্পিং, শোধন এবং অপসারণের জন্য সর্বপ্রকার পয়ঃপ্রণালীর ব্যবস্থা ।
যাহোক, যা বলতে শুরু করেছিলাম, সাম্প্রতিক কাল অবধিও, বিদ্যুৎ উৎপাদন খুব সুবিধাজনক অবস্থানে ছিল কারণ এখানে প্রযুক্তিগত প্রক্রিয়ার জন্য পানি সরবরাহ হিসেবে উচ্চ মানের প্রাকৃতিক পানি ব্যবহৃত হতো। এই সুবিধাজনক অবস্থান রক্ষার সহায়ক ভূমিকা পালন করে বাষ্প এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অপারেটিং শর্তসমূহ।  সক্রিয়তার এই শর্তগুলিই মূলত সৃষ্টি করে  তীব্র উত্তাপ এবং অপদ্রব্যের উচ্চ সমাহরণ। সুতরাং, পৌর–বর্জ্য পানি পরিশোধন এবং তৃতীয় স্তরের পরিশোধনের ক্ষেত্রে বৃহত্তর গবেষণা থাকা সত্ত্বেও, তাপ এবং পারমাণবিক শক্তি কেন্দ্রগুলিতে এই পরিশোধিত পানি ব্যবহারের সম্ভাবনাগুলি আগে সেরকম অধ্যয়ন করা হয়নি।
শিল্পের বিকাশে এবং প্রাত্যহিক গৃহকার্যে ব্যবহারযোগ্য পানি সরবরাহের চাহিদা বৃদ্ধির ফলে জেনারেশন স্টেশনগুলি থেকে নিঃসৃত পানির পরিমাণ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে; বিশেষত তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলি শহরের মোট পানি সরবরাহ ব্যালেন্সের ৫০% থেকে ৮০% অবদান রাখছে । প্রাকৃতিক মিষ্টি পানির উৎসের উপর ক্রমবর্ধমান চাহিদার কারণে তাপ ও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে পরিশোধিত পৌর–বর্জ্য পানি ব্যবহার করার কাজ আরও জরুরি হয়ে পড়েছে। বলতেই হয় যে নগর পানিশোধন কেন্দ্রগুলিতে ব্যাপকভাবে পৌর–বর্জ্য পানির অপর্যাপ্ত স্তরীয় পরিশোধন প্রক্রিয়া এবং অবশিষ্টাংশ অপসারণের জন্য ব্যবহৃত রাসায়নিক প্রক্রিয়া গুলিতে উপযুক্ত পানিশোধন প্রক্রিয়া না থাকায় বিদ্যুৎ উৎপাদন শিল্প এখনও এই পরিবর্তনের জন্য প্রস্তুত নয়। উপরোল্লিখিত বিষয়গুলির পাশাপাশি আরও একটি মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা রয়েছে - বিদ্যুৎ প্রকৌশলীরা পৌর–বর্জ্য পানির গঠন এবং বৈশিষ্ট্য অথবা পরিশোধনের ব্যাপকতা সম্বন্ধে সম্যক ধারণা রাখেন না। এছাড়াও রয়েছে, পৌর–বর্জ্য পানি ব্যবহারে স্বাস্থ্যগত নির্নায়ক বা স্বাস্থ্যগত মানদণ্ডের একধরণের নির্বিচার ব্যাখ্যা। এই ঘাটতিগুলি বেশিরভাগ ক্ষেত্রে চিন্তাভাবনা এবং সংকীর্ণ মনোভাবের কারণে সংঘটিত হয়। পাশাপাশি পানি যে কেবল একটি কাঁচামালই নয়, জীবন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় প্রকৃতির এক অমূল্য সৃষ্টি এই সত্য উপলব্ধি করতে ব্যর্থ হওয়াও অন্যতম প্রধান কারণ। এই সমস্যা সমাধানের কাজটি প্রায়শই অন্যান্য শিল্পের কাঁধে চাপিয়ে দিতে চেষ্টা করা হয়। বিদ্যুৎ উৎপাদনই যে সমস্ত শিল্প –কারখানার মধ্যে সবচেয়ে বড় পানির গ্রাহক – এই সত্যটিকে উপেক্ষা করা হয়। এই সমস্ত কারণে অন্য অনেক কিছুর সাথে সাথে বৈদেশিক অনুশীলন থেকে বাংলাদেশ পিছনে পড়ে আছে যেখানে (বিদেশে) কিনা তাপ এবং পারমাণবিক শক্তি কেন্দ্রে পরিশোধিত পৌর–বর্জ্য পানি ব্যবহারে অনেক বছরের অভিজ্ঞতা অর্জিত হয়ে আছে।
এটি খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে, এখন পর্যন্ত, বাংলাদেশে একটিও বিদ্যুৎ কেন্দ্র নেই যেখানে পরিশোধিত পৌর–বর্জ্য পানি ব্যবহার করা হয়। আমার ধারাবাহিক এই রচনায় তাপ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে পৌর – বর্জ্য পানি ব্যবহারের গুরুত্ব এবং অসুবিধা আলোচনা করা হবে। প্রকৃত প্রযুক্তিগত বিবিধ নকশা এবং শিল্পভিত্তিক অভিজ্ঞতাগুলি উদাহরণের মাধ্যমে আলোচনা করা হবে। পৌর – বর্জ্য পানি ব্যবহারের প্রবর্তনকে ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা এবং সম্ভাবনা নিয়েও  বিস্তারিত     আলোচনা করা হবে।
পৌর বর্জ্য পানিতে বিভিন্ন ধরণের অপদ্রব্যের উপস্থিতিই এই পানিকে প্রাকৃতিক পানি থেকে পৃথক করে রেখেছে । উপরোল্লিখিত বিষয়টি পানি পরিশোধন এবং কন্ডিশনিং এ প্রচলিত প্রযুক্তিতে পরিবর্তন এবং তঞ্চন, পরিস্রাবণ, শোষণ, আয়ন বিনিময় এবং পাতনের প্রচলিত প্রক্রিয়াগুলিতে নতুন ভাবে পরিবর্তন ও প্রসারের দাবি করে।
আমার "বিদ্যুৎ কেন্দ্রগুলিতে জল সরবরাহ ব্যবস্থায় পৌর বর্জ্য জল ব্যবহার করার সময়" -র পর্যালোচনায় স্যানিটারি এবং স্বাস্থ্য সুরক্ষার বিবেচনা প্রসঙ্গে বিশেষভাবে মনোযোগ দেওয়া হবে। সেখানে বিভিন্ন সিস্টেমের যথাযথ শ্রেণিবদ্ধকরণ এবং প্রতিটি সিস্টেমের পরিশোধন মানদণ্ডের পছন্দকে সমর্থন করার পাশাপাশি প্রয়োজনীয় মহামারী ও অগতান্ত্রিক (টক্সিকোলজিক্যাল ) নিরাপত্তা অর্জনের পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করা হবে । আয়ুর্বেদে একটি আলাদা বিভাগই ছিল “অগদতন্ত্র” নামে, যা আজকে Toxicology নামে পরিচিত।

চলবে .. .