-শিউলী জাহান
মূলত সামাজিক ট্যাবু ভাঙার মধ্য দিয়েই কবিতায় ডায়াসপোরিক লেখক,
ভারতীয়-কানাডিয়ান কবি রুপি কাউরের আত্মপ্ৰকাশ।
সাতাশ বছরের তরুণ এই কবির কবিতায় উচ্চারিত হয়, তরুণ প্রজন্ম বিশেষ করে
মেয়েদের অন্তর্গত ক্ষোভ ও বেদনার কথা, যা তাদের মাঝে অনুচ্চারিত থেকে
যায়। তাঁর কবিতায় আসে খুব নিত্যদিনের অভিজ্ঞতালব্ধ বোধ যা তরূণদের
আন্দোলিত করে, আশা জাগায়, জেগে ওঠার কথা বলে।
রুপির জন্ম ৪ অক্টোবর, ১৯৯২ সালে ভারতের পাঞ্জাবে, শিখ পরিবারে। চার
বছর বয়সে তিনি পরিবারের সাথে কানাডায় আসেন। মা-র অনুপ্রেরণায় আঁকতে
শুরু করেন। তবে ১৭ বছর বয়সে তিনি লিখতে ও পারফর্ম করতে শুরু করেন।
এপর্যন্ত তাঁর দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রথম বই 'milk and
honey' ২০১৪ সালে প্রকাশিত হয়। বিক্রি হয় প্রায় তিন মিলিয়ন কপি এবং
সাহিত্যজগতে 'বেস্ট সেলিং অথার' হিসেবে সারা বিশ্বে নন্দিত হন। দ্বিতীয়
বই 'the sun and her flowers' প্রকাশিত হয় ২০১৭ সালে। নিউ ইয়র্ক
টাইমস-এর সর্বাধিক বিক্রিত গ্রন্থের লেখক তালিকার অন্যতম এবং ২০১৯ সালে
নিউ রিপাবলিক-এর 'রাইটার অফ দ্য ডিকেড' বিশেষণে ভূষিত হন।
যতিচিহ্নহীন, উপমা ও অনুপ্রাসের অলংকরণবর্জিত রুপির বাইট-সাইজ
কবিতাগুলো অনেকে simplistic বা সরল পদ্য বলে সমালোচনা করলেও রুপি মনে
করেন না তাঁর কবিতা খুব সহজ, বরং তিনি বলতে চান, সরাসরি কথন। যেহেতু সব
জাতি, সংস্কৃতি, বর্ণের মানুষের সংবেদনশীল অনুভূতি প্রায় অভিন্ন, তাই
তিনি চান সব পাঠকই যেন তাঁর কবিতাকে ধারণ করতে পারে।
১
ঘরে ফিরে আমি মাকে যখন বলি
বাইরে ছেলেগুলো খুব ক্ষুধার্ত
মা বলেন
আমি যেন স্তন ঝুলিয়ে পোশাক না পরি
এবং বলেন ফল দেখলেই ছেলেরা ক্ষুধার্ত হবে
আরও বলেন একজন ভদ্রমহিলার মতো যেন পা চেপে বসি
নচেৎ ছেলেরা ক্রোধান্বিত হবে এবং শাসন করবে
মা বলেন
এইসব সমস্যাগুলো আমি এড়িযে চলতে পারি
শুধু যদি শিখে নেই একজন ভদ্রমহিলার মতো আচরণ
কিন্তু সমস্যা হচ্ছে আমি এইসব মেনে নেবার কোনো যুক্তি পাই না
মূল সমস্যার কোনো সমাধানে আসতে পারি না যে
পৃথিবীর অর্ধেক জনগোষ্ঠীকে বোঝাতে হবে
আমার শরীর তাদের বিছানা নয়
২
আমার মা শিখিয়েছে
যখন কিছু শুনতে চাও--শোনো নীরবে
তিনি বলেন
যদি তুমি তোমার আওয়াজ দিয়েই ডুবিয়ে রাখো
তাহলে কীভাবে শুনবে তাদের কথা
তিনি বলেন
যখন কিছু বলতে চাও--বলো বিশ্বাস নিয়ে
তোমার উচ্চারিত প্রতিটি শব্দের প্রতি
দায়িত্বশীল হয়ে
যখন নিজের মতো হতে চাও
মা বলেন--একই সাথে কোমল ও কঠিন হও
জীবনকে পরিপূর্ণ করার জন্য তোমাকে ঝুঁকি নিতে হবে
কিন্তু ততটাই কঠোর হও যেন টিকে থাকতে পারো
যখন কিছু পছন্দ করার বিষয় আসে
তিনি বলেন--আমি যেন কৃতজ্ঞ থাকি যে
আমার পছন্দ করার সুযোগ আছে
যে সুযোগ তিনি কখনও পাননি
৩
আমি যখন কাঁদি
মা দু’হাতে আমাকে জড়িয়ে নিয়ে বলেন
এটাই জীবনের রেসিপি
বাগানে প্রতিবছর যে ফুলগাছ তুমি লাগাও
তাদের কথা ভাবো
তারাই তোমাকে শেখাবে
মানুষও--
নুয়ে যায়
ভেঙে পড়ে
শিকড় গজায়
উঠে দাঁড়ায়
নিজেকে প্রস্ফুটিত করার জন্য