বেদনার ফুল
- গৌতম সাহা
যদি ঘুরে দাঁড়াই
✍ সাইদুজ্জামান
এ জীবনে চাঁদ আমি দেখেছি বহুবার
এখন চাঁদের পালা আমাকে দেখার।
পৃথিবীর পথে আমি হেঁটেছি - হেঁটেছি কম নয়,
এবার পৃথিবী হাঁটুক আড়াআড়ি আমার হৃদয়।
বাধ্য আমি ছিলাম তো বেশ এতটা কাল সূর্যমুখী,
ঘাড় ঘুরিয়ে এবার, আমায় দেখুক, সূর্য -পোড়ামুখী।
টরন্টো, আগস্ট ২১, ২০২২
অভিমানী
রত্না চক্রবর্তী
৩.৮.২২
সবাই বড় অভিমানী
কেউ তো কম নয়,
সবার চেয়ে অভিমানী
বোধহয় সময়।
চলে গেলে আর ফেরে না
যতই খোঁজ তারে,
অপেক্ষা তার ফুরিয়ে গেছে
আসবে না সে ফিরে।।
কুড়ি তে কুড়িঁ
সামিদা খাতুন
আঠাঁরো তে সাবালিকা জানি
আমার কুড়ি পার
তবুও নাকি আমি বড়ই হইনি
মা বলেন বার বার।
বড় যদি আমি নাই বা হবো
ছাড়লাম কেন ঘর
এতো ছোট মেয়ে কি মাগো
হয় কখনো পর।
দায় বেড়েছে দায়িত্ব বেড়েছে
বেড়েছে কাজের ভার
তবুও আমি বড় হই নি মাগো
বলো না তো আর।
তুমি যেদিন বিদায় দিয়েছিলে
ফেলে চোখের জল
সেদিনই বুঝি মনে প্রাণে আমি
হয়ে ছিলাম সবল।
হাঁটতে শিখেছি একা একা আজ
ভেঙে জটিল যত পথ
আমি আজ একাই একশো মাগো
সামলিয়ে নেই সব বিপদ।
ধমকে যে মেয়ে কাঁদতো তোমার
সেই করে আজ শাসন
তোমার মেয়ে জিতেছে আজ
মায়ের ওই আসন।
তবুও জানি বলবে তুমি আমায়
হইনি আজো বড়ো
আমি না হয় ছোটই রইলাম যেন
বকতে আমায় পারো।
যত ছোট আছি যেন আমি
এমন ছোট ই থাকি
তোমার আদেশ এমনই ভাবে
যেন মাথায় তুলে রাখি।
আত্মসম্মান
✍ সাইদুজ্জামান
আমার কিছুই না থাকুক, তুমি তো আছো
আর কটা দিন প্রেম পিরিতির পদ্য লিখে বাঁচো।
অমুক সাহেব তমুক বাবু মারছে রাজা উজির,
আমি ধার ধারি না অর্থে শুধু অর্থ খোঁজাখুঁজির।
বিশেষ কিছু পাচ্ছে না কি যাদের আছে বউ !
আমার শুধু তুমিই থেকো, নাই বা থাকুক কেউ।
নারী ছাড়া কেউ কি বাঁচে - খোলাই থাকুক আমার কপাট
তেমনি থাকুক যেমন আছে চাঁদের মতোই নারীর ও-হাট।
মেলা থেকে আনবো কিনে মেলা রমণীর আনন্দ খেলা,
এক মৌমাছি স্বেচ্ছাচারী, ভাসিয়ে আছি স্রোতে, জীবনের ভেলা।
দেখতে আমার ভালো লাগে কোন ফুলে মধু আছে কোন ফুলে নেই,
আমার কিছু নেই - না থাকুক, আগের মতো শুধু তুমি থেকো সেই।
টরন্টো, আগস্ট ০৫, ২০২২
আধাঁর ঘেষা আলো.....
ফেরদৌসী বেগম
এই যে সন্ধ্যে আকাশের
ধ্রুবতারা
কি এতো চেয়ে দেখো?
মাটির প্রদীপ আলো দিলো
না নিভে গেলো
কিই বা এসে যায় বলো!
তুমি তো সুদূরের পথিক
সুদূরেই থাকো
কত আলোকবর্ষ দূরে
কত রাতজাগা চোখে
কত নির্ঘুম রাত
কেটে গেছে তোমাকে ভেবে।
তবুও জেনে রেখো
ধরার এ বাতি টিম টিমে জ্বলে
ঢালিছে আলো তোমা হতে বেশি
আধাঁরের সাথে নিভৃতে নিরবে
কাছাকাছি থেকে।
হোক না মৃদু তবুও তো থাকে
কে বলো আর এতো ভালোবাসে
আধাঁরের গা ঘেঁষে ঘেঁষে।
রাজশাহী/ ১৪.০৮.২০২২
একই বৃন্তে দুটি মন
গৌতম সাহা
নেশা
✍ সাইদুজ্জামান
তোমাকে পাবার আমার ছিল অদম্য মৌতাত,
দিনে দিনে দিনতো গেলো, এখন গভীর রাত
হয়ে এলো - তবুও আমি কান পেতে আছি,
যদি এসে পড়ো হঠাৎ ভালোবাসার কাছাকাছি।
মদ্য বলতে মধ্যরাতে আমার ছিল পদ্য লেখার নেশা,
ভালোবাসা পেলেই হতো রঙের সাথে তুলির মেশা।
শব্দের পিঠে শব্দ বসিয়ে ভেবেছি তোমাকে ছোঁবো,
চোখ-মুখ-বুক-সর্বস্ব নারী নয়, ভালোবাসা পাবো।
টরন্টো, আগস্ট ২২, ২০২২
তুমি চাইলে
ম্যাক আজাদ
আমাকে দাও কাঁধ
✍ সাইদুজ্জামান
আমাকে কেউ একটা দাও কাঁধ,
দুঃখ হঠাৎ আসলে ভেঙে বাঁধ।
আমারও লাগে একটা আপন কাঁধ,
কাঁদতে পারি এমনও হয় সাধ।
আমি হাসতে হাসতেই হেঁটে এলাম
এতটা পথ, কমতো নয় দুঃখ পেলাম।
ধারালো কাঁটায় বিঁধে পা হয়েছে কাতর,
বুকের ভেতর রক্ত নয়, গলছে বুঝি পাথর।
এবার আমাকে দাও কাঁধ একজন কেউ,
জ্বলছে দেখো আগুন, উলোট-পালট ঢেউ।
টরন্টো, আগস্ট ১৯, ২০২২