টরন্টো, জুলাই ২৭, ২০২২, নভো সংখ্যা ৩৪   
              
হোমপেজ সম্পাদকীয় পাঠক পরিষদের কথা কবিতা ছোট গল্প ধারাবাহিক সাহিত্য সংবাদ ভ্রমণ কাহিনি বিশেষ নিবন্ধ বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল আবৃত্তি / কণ্ঠসঙ্গীত পাঠাগার আর্কাইভ লেখক পরিচিতি যোগাযোগ

কার্তিকের কুয়াশা

 

কবিতার পাতা

 

 

 

 

 

 

বন্ধু ছিলাম বন্ধু আছি

 

- গৌতম  সাহা

 

মায়া কইরা পাইলাম কী সেই অমূল্য রতন
ছাড়িয়া যাইবা যে বন্ধু বলো নাই তখন।
কতো কথা কইতা বন্ধু ছন্দ করিয়া
চোখের আড়াল হইলে কিন্তু যাইবো মরিয়া।
এমন কথা বলতে তুমি আড়ার ভিতর নিয়া
কসম আপনের আমি ছাড়া করতেন না আর বিয়া।
কথার পিঠে কথা হইতো চোখে চোখে ভাষা
দিনে দিনে বড় হইলো আকাশ সমান আশা।
এতো মধুর স্বপ্ন নিয়া বাইন্ধা ছিলাম মন
যার বাড়ি তার বাড়ি নাই হারাইলাম যখন।
- অধরা কালেকশন্।
২৭.০৭.২২।

 

 

 

 

 

শিমুল পলাশ

মোঃ মহিবুল ইসলাম 

তোমার হাতে পলাশ
আমার হাতে শিমুল
মাঝে এক সাগরের ঢেউ।
তোমার-আমার মনের ব্যথা
আমি জানি তূমি জানো
আর জানে না কেউ।

 

 

 

 

গল্পগাথা

রত্না চক্রবর্তী


২৪.৭.২২
তোমার কথা ভেবেই যেন গল্প কেঁদে মরে,
ঝর্ণাধারা হয়ে যেন আপনি ঝ'রে পড়ে।
গল্পগাথা তোমার কথাই বলে বারেবারে,
সেই ব্যথার ছোঁয়া যে শ্রাবণধারায় ঝরে।

 

 

 

 

মানব মনের পচন

সামিদা খাতুন

 

প্রাপ্তির আশা বড় হলেই
মন' টা হয়ে যায় ছোট
লালসার দৃষ্টি তখন অবলীলায়
অন্যকে করে খাটো।
লোভ যখন সীমানা পেরিয়ে
মনকে করে বশ
মনুষ্যত্ব তখন ধুলোয় মেশে
আত্মসম্মানে নামায় ধ্বস।
মুখের বুলি যখন ফুল না হয়ে
তীরের বেগে ছোটে
বিপরীতে থাকা মানুষের বুকে তা
কাঁটার মতো ফোটে
চিন্তাশক্তি যখন ঊর্ধ্বে না থেকে
নিচের দিকে নামে।
বড় হওয়ার রাস্তাটা তখন
আপনা আপনিই যায় থেমে।
প্রতিহিংসায় যখন অন্যের জন্য
পেতে রাখে মরণফাঁদ
নিজের ফাঁদে পড়েই আবার
তাদের জীবন বরবাদ।
যত নীচে নামা সম্ভব মানুষ
ততো নিচেই নামে
আপন স্বার্থে টান না লাগলে
কেউ কি কখনো থামে?

 


 

 

 

 

 

এ তুই কোথায় এলি?
✍ সাইদুজ্জামান
চঞ্চল, তোর পায়ে লোহার শেকল পরাস, পথে পথে পথ হারালি,

এ-পথ আর নয়, কাঁটায় বিদ্ধ কাতর পায়ে এ তুই কোথায় এলি?

অনুদ্ভিন্ন প্রেমে কিছু জল-হাওয়া দিলে এ পাথরে ফুটতো বকুল-শিউলী?

তেমন কথা নেই, পায়ে কঠিন বাঁধন দিস, এ তুই কোথায় গেলি?

মানুষকে মানুষ ভেবে ভুল করেছিস, পশুকে বন্য,

  কে জানে পশুই প্রকৃত মানুষ কিনা, মানুষই ঘৃণ্য।

 

 

 

 

দাগ

 

নীলাঞ্জনা সরকার 

 

 

 

 

মেঘে ঢাকা তারা

 

গৌতম  সাহা 

 

আমি কারও বন্ধু ছিলাম
কারও কাছে স্বামী
এই জীবনে প্রেমের মূল্য
বুঝি নাই যে আমি।
ঘরেঘরে পরেপরে
দেখলাম সহবাস
মনের ভিতর মন থাকে না
নিত্য পরবাস।
হৃদয় নিয়ে হৃদয় দিবে
যার নামে সে নামী
মনের মতন মন পাওয়া ভার
টাকাই সবচেয়ে দামী
এই যে দেখো চলছে জীবন
জীবিত এক লাশ
বেঁচে আছি এইটুকু আজ
সবই পরিহাস।
কারও আমি বন্ধু ছিলাম
কারও হয়তো স্বামী
প্রেম কী যে তাই বুঝি না আজ
জানে অন্তর্যামী।
- অধরা কালেকশন্।
২৫.০৭.২২।

 

 

 



 

 

 

 

আর যাবোনা

 

✍ সাইদুজ্জামান

 

 

আমার কিছু ভাল্লাগেনা,
পায়ের তলায় পথ সরে না।
থমকে থাকে কলম - কাগজপিঠে,
ভাল্লাগেনা নারীসঙ্গ মিষ্টি-মিঠে।
হয়না আর মধ্যরাতে পদ্য লেখা,
মদ্য হাতে নিজের সাথে হয়না দেখা।
তারই মতো আয়না আছে দেয়াল জুড়ে,
কাব্য করা যায়না আর হৃদয় খুঁড়ে ।
কিছু ভাল্লাগেনা, ভাল্লাগেনা রাতের দুপুর,
ভাল্লাগেনা খোকার হাসি, খুকির নুপুর।
আমার কিছু ভাল্লাগেনা, ভাল্লাগেনা,
তোমার কাছেও আর যাবোনা।
টরন্টো, জুলাই ০৩, ২০২২

 

 

 

 

 

আনমনা

রত্না চক্রবর্তী

২৪.৭.২২

শরীর মেলে অনেক অনেক
মন মেলে বল কই,
তাই বুঝি আজও মনের খোঁজেই
আনমনা হয়ে রই।