টরন্টো,  জুলাই ২৭, ২০২২, নভো সংখ্যা ৩৪ 
              
হোমপেজ সম্পাদকীয় পাঠক পরিষদের কথা কবিতা ছোট গল্প ধারাবাহিক সাহিত্য সংবাদ ভ্রমণ কাহিনি বিশেষ নিবন্ধ বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল আবৃত্তি / কণ্ঠসঙ্গীত পাঠাগার আর্কাইভ লেখক পরিচিতি যোগাযোগ

কার্তিকের কুয়াশা

সম্পাদকীয়

 

 

জুলাই মাসে সাহিত্যের মহাকাশে অনেক নক্ষত্রেরই জন্ম হয়েছে, কেউ বাংলা সাহিত্যে আবার কেউ বিশ্বসাহিত্যের অন্যান্য ভাষায়। কার্তিকের কুয়াশার এমাসের সংখ্যা নিবেদন করা যাচ্ছে সেইসব নক্ষত্রের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জানিয়ে। বাংলাসাহিত্যের অন্যতম প্রধান লেখক তারাশঙ্কর বন্দোপাধ্যায়। তারাশঙ্করের উপন্যাস ও ছোটোগল্প অবলম্বনে বাংলা ভাষায় একাধিক জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেগুলির মধ্যে সত্যজিৎ রায পরিচালিত জলসাঘর ও অভিযান বিশেষভাবে উল্লেখযোগ্য। সুদূর রাশিয়ায় জলসাঘর একটি অন্যতম প্রধান প্রশংসিত চলচ্চিত্র। ভারতী মুখার্জি বিশ্বসাহিত্যে বিশেষ অবদান রাখা আরেক বাঙালি। তাঁর জন্ম এবং বেড়ে ওঠা কলকাতায় হলেও বসবাস এবং শিক্ষকতা করেছেন কানাডার মন্ট্রিয়াল এবং টরন্টো শহরে, পরবর্তীতে যুক্তরাষ্ট্রে। ভারতী মুখার্জির উপন্যাস টাইগারস ডটার, ওয়াইফ, জেসমিন, দ্য হোল্ডার অফ দ্য ওয়ার্ল্ড, লিভ ইট টু মি, ডিজায়েরেবল ডটারস, দ্য ট্রি ব্রাইড এবং মিস নিউ ইন্ডিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য।
এমাসে যেসব সাহিত্যিকের নাম উল্লেখ না করলেই নয় তাঁরা হচ্ছেন ফ্রানৎস কাফকা, ইভগেনি আলেক্সান্দ্রভিচ ইভতুশেঙ্কা, ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ মাইকোভস্কি, আর্নেস্ট মিলার হেমিংওয়ে, নিকোলাই গাভরিলোভিচ চেরনিশেভস্কি এবং জর্জ বার্নার্ড শ।

এ সংখ্যায় বেশ কিছু নতুন গল্প-কবিতা নির্বাচিত হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। শুভ হোক বাংলা সাহিত্য।

২৭শে জুলাই, ২০২২




 

সাইদুজ্জামান, টরন্টো, কানাডা।