টরন্টো, ডিসেম্বর ২৩, ২০২১, নভো সংখ্যা ২৭  
              
হোমপেজ সম্পাদকীয় পাঠক পরিষদের কথা কবিতা ছোট গল্প ধারাবাহিক পাঠাগার আর্কাইভ লেখক পরিচিতি বিশেষ নিবন্ধ বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল যোগাযোগ আবৃত্তি / কণ্ঠসঙ্গীত

কার্তিকের কুয়াশা

সম্পাদকীয়

 

প্রায় ৮৫ শতাংশ লেখকই বারবার ফিরে এসেছেন কার্তিকের কুয়াশায় তাঁদের পাণ্ডুলিপি নিয়ে কারণ আমাদের লেখা-নির্বাচন এবং প্রকাশনা পদ্ধতি লেখক-কেন্দ্রিক। আমরাতো জানিই আমাদের প্রতিটি লেখকই যার যার মতো আলাদা, তাই আমরা লেখকের বর্তমান এবং নির্দিষ্ট টেকনিক্যাল সমস্যার যথোপযুক্ত সমাধান খুঁজে বের করি তাঁদের অনন্য চাহিদা মেটাতে। লেখকের চাহিদা মেটানোর জন্য সমাধান-স্বনির্ধারণ আর তার সাথে পাঠকের চাহিদার উপর চোখ রাখাই আমাদের পরিষেবার বৈশিষ্ট্য - আমাদের হলমার্ক।
কার্তিকের কুয়াশা সাহিত্যপত্রের প্রতিটি সংখ্যা প্রকাশকালে, আমাদের প্রকাশনা মাধ্যমের ভেতর দিয়ে আমরা একটি মূল্যবান উপজাত সৃষ্টি করার সুযোগও পেয়ে থাকি: প্রতিটি লেখকের সাথে একটি সত্যিকার অংশীদারিত্ব সূচিত হয় । আমরা শিখে নিয়েছি লেখক, পাঠক, বিশেষজ্ঞ এবং কার্তিকের কুয়াশার আভ্যন্তরীন কর্মীদের প্রতিভার একটি সমন্বয় ঘটাতে। এই পদ্ধতি সাহিত্য-কৌশলীদের মধ্যে এক শক্তিশালী সম্পর্ক গঠন করে যার ফলে সৃষ্টি হয় সফলতর শিল্প।
এই পার্টনারশিপের অর্থ হয় আমরা খুব কাছে থেকে কাজ করি প্রতিটি লেখকের সাথে, আমরা তাঁদের ইচ্ছে পূরণ করি তাঁদের সময় এবং অন্যান্য সীমাবদ্ধতার উপর সশ্রদ্ধ নজর রেখে। আমরা দ-বাংলার সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাঁদের অভীষ্টপূরণ করতে। এছাড়াও আমরা কঠোর পরিশ্রম করি কার্তিকের কুয়াশার অভ্যন্তরে আমাদের নিজস্ব কৌশলগত উন্নয়নের উপর এবং বর্তমান ও ভবিষ্যৎ পাঠকের ক্রমপরিবর্তনশীল চাহিদার উপর গবেষণা করে।

 


যাঁর করস্পর্শে বর্ষশেষের এ-সংখ্যাটি বিশেষভাবে আলোকিত, যে শিল্পী আমাদের সাহিত্য সংস্থার লোগো ডিজাইন করেছেন তিনি আর কেউ নন, স্বয়ং মধুবন্তী আইচ।  তাঁকে আমার বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। আমাদের কবি বন্ধুদের কবিতার ওমে উষ্ণ হতে কবিতার পাতা ঘুরে দেখুন। গল্পের জাদুকর রত্না চক্রবর্তীর লেখা পড়তে হলে আমাদের ছোট গল্প পাতায় যেতে হবে। এ ছাড়াও রয়েছে অরুণোদয় কুন্ডুর বিশেষ নিবন্ধ যা সত্যিই হয়ে উঠেছে বিশেষ দ্রষ্টব্য। আশা করি সবার ভালো লাগবে আমাদের এই আয়োজন। সবাইকে নববর্ষের অভিনন্দন, শুভেচ্ছা আর ভালোবাসা। নব আলোকে প্লাবিত হোক নববর্ষ। সকলের মঙ্গল হোক। 


 

সাইদুজ্জামান 
টরন্টো, কানাডা