মোঃ মহিবুল ইসলাম
••••
নিরেট নগরে শিউলি বিছানো পথের দেখা মেলে না; ঝরা শিউলির মায়াময় হাতছানিও
নেই। সকাল সন্ধ্যায় নগরের পিচঢালা পথে হাঁটি কিন্তু কাশবনের দেখা পাই না!
হ্যাঁ, নগরে কাশবন নেই, শিউলির মেলাও নেই—কিন্তু আকাশতো আছে। দাড়িতে
শুভ্রতা এসেছে বলেই কি আকাশের পানে তাকানো যাবে না!! ইট-পাথরের ব্যস্ত নগরে
গৎবাধা রুটিনের যান্ত্রিক জীবনে দিন-মাস-বছর যায়! গ্রামের বিলের পাড়, নদীর
ধার, নদীতীরে অযত্নে বেড়ে ওঠা কাশফুলের বাহার–এসব দেখার অবকাশ কোথায়!!
কিন্তু আকাশকে আড়াল করার সাধ্য কার!
.
আজ আকাশের পানে তাকাতেই বুঝতে পারছি প্রকৃতিতে শরতের সদম্ভ পদচারণা; তবে
সেই মোহময় শরত যেন নেই; প্রখর রোদ্দোরময় উত্তপ্ত এক ভিন্ন রূপ আজ শরতের!
আকাশে মেঘের ভেলা দেখা যায় কিন্তু কোন বর্ষন নেই!! উত্তপ্ত গ্রীস্মের আঁচ
আজ শরতের মধ্যদুপুরে! পরিবেশ বিপর্যয়ের করাল গ্রাসে সেই শরত কি হারাতে
বসেছে? তাহলে আমরা বাঁচবো কি নিয়ে!
.
আমার মগজেতো চিরচেনা সেই শরতের রূপ—'নীল আকাশে তুলোর মত শুভ্রমেঘের ভেলা;
কখনো বৃষ্টিভেজা আকাশ; আকাশের সঙ্গে মেঘের লুকোচুরি' এসব। শরতের আকাশ
দেখলেই আমার মন চলে যায় শৈশব ও কৈশোরের সেই শরতে। খোলা হাওয়ায় ঘোরে
বেড়ানো সেই বালক-বেলায় বিমুগ্ধচিত্তে কত দেখেছি— নদীর তীরে, মাঠের
প্রান্তে অযত্নে বেড়ে ওঠা রাশি রাশি কাশফুলের মনলোভা দৃশ্যপট! আকাশে ভেসে
চলা ছেঁড়াছেঁড়া মেঘের শুভ্রতা আর মাটিতে দাঁড়িয়ে থাকা কাশফুলের
শুভ্রতার মিল দেখলেই তখন বুঝে যেতাম এটা শরতের ম্যাজিক; নিভৃতচারী শরতের
প্রাণ জুড়ানো খেলা!
.
মৃদু বাতাসে নুয়ে পড়তে দেখেছি রাশি রাশি কোমল কাশফুল; আবার পরক্ষণেই সোজা
হয়ে দাঁড়াতেও দেখেছি। রাশি রাশি শুভ্র কাশফুলের নুয়ে পড়া, আবার সোজা
হয়ে দাঁড়ানো -এ যেন অদৃশ্য বাতাসের সাথে দৃশ্যমান কাঁশফুলের রশি টানাটানি
খেলা। এ খেলা দেখা হয় না অনেক বছর! ব্যস্ত নগরজীবনে সে অবকাশ কোথায়!!
.
কাশফুলের অপরূপ রূপে পুলকিত হয়নি কিংবা ভেজা শিউলির মনভোলানো সুবাসে মাতাল
হয় নি এমন কঠিন হৃদয়ের মানুষ খুঁজে পাওয়া ভার। ময়ূরকণ্ঠী স্বচ্ছ নীল
আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে আপন মনে ভেসে বেড়াতে ব্যাকুল হয়ে ওঠে শরতের
বাঙালিমন। মন উদাস করা ঝির ঝিরে হাওয়া, হঠাৎ এক পশলা বৃষ্টির ফাঁকে ঝলমলে
রোদ, কোথাও শুকনো পথঘাট আবার কোথাও জলে ভিজে একাকার। -এটাইতো চিরচেনা শরত;
অপূর্ব শরত। মেঘমুক্ত শারদপূর্ণিমার মায়াবী জ্যোছনার রাতে গ্রামের বাড়ির
শানবাধাঁনো পুকুরঘাটে গভীর রাত অবধি একাকী বসে থেকে জ্যোৎস্না-স্নানের
স্মৃতি আজো মনে দোলা দেয়; ভুলতে পারি না!!
•
স্মরণ করি রবীন্দ্রনাথের উচ্চারণগুলো:
⇩
আজি কি তোমার মধুর মুরতি
হেরিনু শারদ প্রভাতে!
.
ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল
তোমার কাননসভাতে!
মাঝখানে তুমি দাঁড়ায়ে জননী,
শরৎকালের প্রভাতে।
•
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরির খেলা।
নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা।
•••
কবি নজরুলের মায়াময় শারদীয় অনুভূতি:
⇩
শিউলি ফুলের মালা দোলে শারদ রাতের বুকে ঐ…
.
.
এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে।
•••
ছবি পরিচিতি: কাশবন, শিউলির দেখা পাইনি কিন্তু আকাশকে পেয়েছি নাগালে! বাসার
পাশে থেকে তোলা ছবি। সিলেট।
••••