টরন্টো, ২৬শে এপ্রিল, ২০২১, নভো সংখ্যা ১৯  
              
হোমপেজ সম্পাদকীয় পাঠক পরিষদের কথা কবিতা ছোট গল্প ধারাবাহিক পাঠাগার আর্কাইভ লেখক পরিচিতি সাহিত্য সংবাদ বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল যোগাযোগ আবৃত্তি

কার্তিকের কুয়াশা

সম্পাদকীয়

বসন্তের আগমনে প্রকৃতি আজ রঙিন সাজে সজ্জিত। বর্ণিল প্রকৃতির মাঝে পাখির কল-কাকলী মনকে ডাকে দুহাত তুলে। শীতের রুক্ষতা দূর হয়েছে। চেরি, টিউলিপ, ড্যাফোডিলে সেজে উঠেছে দারুণভাবে। এই সুন্দর প্রকৃতির মাঝে, এই বৈশাখে, হঠাৎই ছন্দ পতন! বিদায় নিলেন কবি শঙ্খ ঘোষ। '… শুধু তোমরা সকলে ভালো থেকো।.. ....... যাবার মুহূর্তে আমি আজ শুধু নিয়ে যাবো এইটুকু রক্তিম প্রবাল’ - কবি কি নিয়ে গেছেন জানিনা, কিন্তু আমরা হারিয়েছি এক মূল্যবান প্রবাল। কবির কবিতা বেঁচে থাকবে শাশ্বতকাল! ছন্দ, ঘর, বারান্দা - সব পেরিয়ে চলে গেলেন কবি শঙ্খ ঘোষ নিজ ঘর থেকেই । তাঁর মৃত্যুতে কার্তিকের কুয়াশা পরিবার গভীরভাবে শোকাহত। শঙ্খ ঘোষের কাছে সামগ্রিকভাবে বাংলা সাহিত্য ঋণী, বিশেষ করে কার্তিকের কুয়াশা। সেই ২০০৬ সাল থেকে যখন আমাদের অনলাইন প্রকাশনা শুরু, তখন থেকেই নবীন এবং কাঁচা কবিদেরকে "ছন্দের বারান্দা" বইটি পড়তে আমরা বারবার অনুরোধ করেছি। মুক্ত ছন্দে অথবা গদ্য কবিতা লিখতে গেলেও প্রথমে ছন্দ বুঝতে হয়, তারপর তা থেকে মুক্তি। কতটা মুক্তি, তা বুঝতেও "ছন্দের বারান্দা" পড়তে হয়। কবিতা বিষয়ক যে কোনো আলোচনায় উঠে এসেছেন শঙ্খ ঘোষ । শঙ্খ ঘোষ ছিলেন, আছেন এবং থাকবেন আমাদের হৃদয়ে। এ সংখ্যায়, আমাদের পাঠাগারে "ছন্দের বারান্দা" বইটি যোগ করা হলো।
২০২১ সালের বুকার আন্তর্জাতিক পুরস্কার ( The International Booker Prize 2021) মনোনীতদের শর্টলিস্ট ঘোষণা করেছে। আমাদের 'সাহিত্য সংবাদ' পাতায় থাকছে এবিষয়ে সংক্ষিপ্ত বিবরণ।

'কার্তিকের কুয়াশা 'এবারও বের হয়েছে বরাবরের মতোই যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কবি, সাহিত্যিক, আবৃত্তিকারের সমন্বয়ে। উচ্ছল তরুণী পৃথার আবৃত্তি সবাইকে আলোড়িত করবে আশা করি। আবৃত্তিকার সাইফুল চমৎকার আবৃত্তি করেছেন। কথা সাহিত্যিক রোমেনা লেইস এর 'অ্যাম্বার অ্যালার্ট' বুকের গহীনে চিনচিনে ব্যথার ছোঁয়া দিয়ে যায়। রত্না-চক্রবর্তীর গল্প বরাবরের মতোই সুখপাঠ্য। ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকের ছোটগল্প বেশ বড় মাপের। গোলাম কিবরিয়াও দারুণ লিখেছেন। আরও আছে ফিরোজা হারুন, তাপস কুমার দাস এবং শাহনাজ শারমিন এর কবিতা। বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল পাতায় থাকছে ‘জলে বিজলি’। আশা করছি এ সংখ্যাটি সবার ভালো লাগবে।

ফরিদা ইয়াসমিন, নিউইয়র্ক