টরন্টো, ২১ শে মার্চ, ২০২১, নভো সংখ্যা ১
              
হোমপেজ সম্পাদকীয় পাঠক পরিষদের কথা কবিতা ছোট গল্প ধারাবাহিক পাঠাগার আর্কাইভ লেখক পরিচিতি প্রবন্ধ বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল যোগাযোগ আবৃত্তি

কার্তিকের কুয়াশা

সম্পাদকীয়

বাঙালিদের কাছে মার্চ যেন এক মুক্তির মাস। মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তানি থেকে বাঙালি হয়ে ওঠার মুক্তি। মুক্তি ফাগুনের উদাসী ঝরাপাতার উড়ে যাওয়া আর পলাশের আগুন জ্বালিয়ে জীর্ণ পুরাতনের যবনিকা পতনে। আর মুক্তি আন্তর্জাতিক নারী দিবসের মধ্যে দিয়ে নারী শক্তির জগতের মাঝে ডানা মেলার খোলা বাতায়ন পথে। দীর্ঘদিনের অত্যাচারের জবাব দিয়ে মুক্তিযুদ্ধের শেষে শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তরের মুহূর্তটা আজও সব বাঙালির বুকে সোনার ফ্রেমে বাঁধানো। রক্তের কালিতে লেখা, চোখের জলে নিকোনো। যে জাতি নিজের মাতৃভাষার জন্যে উপহার দেয় রক্তলেখা 21 শে ফেব্রুয়ারি সেই বাঙালির আপন দেশ বাংলাদেশ পথচলা শুরু করেছে এই মার্চের 26 থেকেই। সবরের ফুলে ফুলে ঢাকা শহীদ বেদি থেকে উদাত্ত কণ্ঠে গেয়ে ওঠা 'আমার সোনার বাংলা,,,,' সবকিছুই বাঁধা এই মাসের স্মৃতির মণিকোঠায়।
আবার মার্চ মানেই বনে বনে ফাগুন লাগার পালা। প্রকৃতির মাঝেও মুক্তির রোশনাই। শীতের জড়তা কাটিয়ে কচিপাতায় আমের মুকুলে, শাল তমালে আর পলাশ শিমুল ডালে ডালে জানান দিয়ে যাওয়া , "বসন্ত এসে গেছে"। প্রকৃতির রং মনের মাঝেও রেখে যায় তার রেশ। তাই তো মন মাতে হোলি খেলায়। সেখানে ব্রজগোপীর পিচকারীর থেকে শান্তিনিকেতনের রাঙা ফাগের অনুরাগ মিলেমিশে একাকার। বসন্ত উৎসবের আনন্দে মাততে গৃহ বাসীরা দোল লাগিয়ে দ্বার খোলার অপেক্ষায়।
যে প্রকৃতির সাজ বদলে ঋতুরাজ বসন্ত আজ দোরগোড়ায়, সেই প্রকৃতিরূপাদের জয়গানে মেতে ওঠার মাসও এই মার্চ। 8ই মার্চ সেই জীবন্ত দশভূজাদের কুর্নিশ করার পালা। প্রকৃতির বাসন্তী মুক্তির আবেগ, নারী র ক্ষমতায়নের মধ্যে খুঁজে পাক ভাষা সেই আশাতেই বুক বেঁধে আমাদের এই সংখ্যায় সাহিত্যের পথ চলা।
তিন মুক্তির ত্র্যাহ্য স্পর্শে কার্তিকের কুয়াশার মার্চ সংখ্যাও সেজে উঠেছে রামধনুর রঙে। সাহিত্য সময়ের দর্পণ। তাই সময়ের ক্যানভাসে অনুভূতির আঁচড়ে আঁকা গল্প কবিতারা আজ কখনো উদাসী হওয়া আর ঝরাপাতার নস্টালজিয়ায় মেতে প্রিয়র চলে যাবার রোমন্থনে বিভোর, কখন আবার বাস্তবের কাঠিন্য কে আবেগে ভাসিয়ে মনের মানুষের তরে চিরদিনের অপেক্ষায় আতুর। প্রেমের মাস ফাগুনের আগুন মেখেই কোথায় যেন নিখাদ প্রেমের খোঁজে বিদ্রোহিনি হয়ে ওঠে পুত্রবধূর রূপে। আবার সেই বিদ্রোহের আঁচেই নজরুলের বিদ্রোহীর সুরে গেয়ে ওঠা নতশিরে ঐতিহ্যের জয়গান। আরও আছে রহস্যের অলিগলির হালহদিস। রুদ্রেশ্বরএর খেলা কেমন জমল তার জন্য তো এবার ওল্টাতেই হবে কার্তিকের কুয়াশার পাতা। সবুজের ফিকে রং কে ঘুচাতে মুক্তির রং নিয়ে হাজির একগোছা সাহিত্যের সম্ভার। সেই কল্পনায় ডানা মেলে আসুন নিরুদ্দেশ হয়ে যাই অন্তরে।


- অরুণোদয় কুন্ডু , কোলকাতা।