টরন্টো, ২১ শে ফেব্রুয়ারি, ২০২১, নভো সংখ্যা ১৭ 
              
হোমপেজ সম্পাদকীয় পাঠক পরিষদের কথা কবিতা ছোট গল্প ধারাবাহিক পাঠাগার আর্কাইভ লেখক পরিচিতি প্রবন্ধ বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল যোগাযোগ আবৃত্তি

কার্তিকের কুয়াশা

কবিতার পাতা

একুশে ফেব্রুয়ারি

ফিরোজা হারুন


২১ শে ফেব্রুয়ারি
৮ ই ফাল্গুনে এসেছিলে তুমি
পলাশের মালা পরি’।

সেই কবে
’৫২–র পড়ন্ত বিকেলে
রমনার মাঠে জড়ো হয়েছিলে
বাংলার দামাল ছেলে।

দস্যু করে ধন লুন্ঠন, তস্কর করে
সামান চুরি
ভাষা লুন্ঠন?
শুনিনি কখনো
এ জগতে নেই জুড়ি!

ভাষার জন্য প্রাণ দিল যারা
অকৃপণ অকাতরে
সাহসের বীজ বুনে দিল তারা
শহীদ মিনারে।

বাংলার ছেলে প্রাণ দিয়ে গেল
মায়ের ভাষার তরে
সোনার আঁখরে লেখা রবে নাম
বাংলার ঘরে ঘরে।

সালাম বরকত রফিক জব্বার
শফিক আরো কতজনা
দিনে দিনে কত রক্ত দিয়েছে
নাম তার নাই জানা।

ত্যাগের শীর্ষে উচ্চে উঠিল
বাঙ্গালী বীর সেনা
(আজ) শুধিতে হচ্ছে রক্তের ঋণ
আরো ছিল যত দেনা।

মায়ের মুখের ভাষার জন্য
দিয়ে গেল যারা প্রাণ,
গাইবো তাঁদের গৌরব গাথা
রাখবো ভাষার মান।

 

অহংকারের বর্ণমালা

ড. ফেরদৌসী বেগম 

বর্ণমালা প্রিয় বর্ণমালা!
রক্তগাঁথা বর্ণমালা
অহংকারের বর্ণমালা
বাংলার আকাশপটে আঁকা রংধণু
সবার কন্ঠে উচ্চরিত স্বরলিপি তুমি
কি মায়ায় টানো!
জমা করে রাখি হৃদ মাঝারে
ভালোবাসি আরো ভালোবাসি
বাংলায় লিখি বাংলায় বলি
সদর্পে চলি শুধু তুমি আছো বলে
স্বীয় অস্তিত্বের এক রবির শক্তিতে।
তোমার কাছে হেরেছে দীঘল খরতাপ
ভোরের রক্ত জবা বিকেলের গেরুয়া
মিশে গেছে রক্ত গঙ্গায়
শুধু তোমাকে চায় বলে
বাংলা পাগল দামাল ছেলেরা দিয়েছে
আত্মাহুতি অকাতরে।
তাঁরাহীন সেই একুশ আজি
হাজার মোমবাতিতে শোভিত শহীদ মিনার
সুউচ্চ ভবন, রাজপথ
তিমির ঘুচিয়ে জেগে ওঠে শালিমার
অজস্র স্রোতে মিশে যায় পদধ্বনি
কালের যাত্রায়।
সুবাশিত এ রাতে শুধু আত্মারা আসে
ওরা আসে মৃদু পায়ে
খুব ভোরে যখন হিমেল হাওয়া বয়
এই লাল রাজপথে আসে
যেখানে তাজা তাজা রক্তের ছাপ পড়েছিলো
চুপি চুপি বলে কি বলে?কে জানে?
ভোরের কুয়াশায় ধূয়ে যায় রক্তছাপ
অবাক সূর্য তাকিয়ে রয়
সবটুকু ভালোবাসা নিয়ে
রশ্মিগুলো বর্ণমালা হয়ে যায়
তেজালো ভাষায় কথা বলে
অধিকারের কথা বলে
বাংলা বলার অধিকার
মাতৃভাষার অধিকার।
পিছনে ভেসে আসে শুধু বাংলা
সাদাকলো মিছিলে মিশে যায় সে শব্দ
তেজালো থেকে তেজালো হয়ে
বিশ্ব স্রোতে মিশে
স্বীকৃতি পায় বৈশ্বিক ধ্বনির
শ্রদ্ধায় নত হই বিনীত হই
অহংকারে মাথা উচু করি
শুধু বাংলাকে ভালোবেসে
আমরি বাংলা প্রিয় বাংলা।

 

রাজশাহী/ ১৭.০২.২০২১

কষ্ট
হোসনা খানম

কষ্ট আমার বন্ধু,
কষ্ট আমার শক্তি,
কষ্ট আমার মিলন,
কষ্ট আমার কাছে তোমারে পাওয়া ।
কষ্ট আমার আশীর্বাদ,
কষ্ট আমার আলিঙ্গন,
কষ্ট আমার তোমার দীর্ঘ চুম্বন।

 

সাইদুজ্জামানের দুটো কবিতা

বাংলা

আমার ভাষা বাংলা,
স্বর্ণ-বর্ণ রূপসী বর্ণমালা।
আমার দেশ বাংলা,
চতুর্দিকে সবুজ ডালপালা।
আমার বুকে রক্ত-রবি জ্বালা,
শরীর জুড়ে গভীর নদী -নালা।
সতত দিয়েছি তোমায় মুক্তোমালা,
তুমি মানে তুমি জন্মভূমি, সোনায় স্নাত বাংলা,
ভালোবাসা নাও - যা আছে তা প্রাণঢালা,
যা নেই সেই জ্বালা মেটাবে পৃথিবীর পাঠশালা।

 

ফুল কাঁটা
 
মানুষই ফুল, মানুষই কাঁটা
প্রেম-পিরিতির দুয়ার আঁটা।
নদীর বুকে জোয়ার ভাটা,
পায়ের তলায় জমিন ফাঁটা।
চোখে চোখে জ্বলছে আগুন,
একটু দূরেই প্রেমের ফাগুন।
পরে আছে হলদে শাড়ি,
ঝলক দেওয়া বঙ্গ নারী।
আমিও ছিলাম, আমিও পারি?
দিতে-নিতে আচম্বিতে - ভালোবাসার পান-সুপারি।