টরন্টো, মে ২৯, ২০২২, নভো সংখ্যা ৩২  
              
হোমপেজ সম্পাদকীয় পাঠক পরিষদের কথা কবিতা ছোট গল্প ধারাবাহিক সাহিত্য সংবাদ ভ্রমণ কাহিনি বিশেষ নিবন্ধ বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল আবৃত্তি / কণ্ঠসঙ্গীত পাঠাগার আর্কাইভ লেখক পরিচিতি যোগাযোগ

কার্তিকের কুয়াশা

 

কবিতার পাতা

 

 

 

 

 

 

নিশী নির্জনে।

 

- গৌতম  সাহা

 

সুখেই যদি রাখবে বলো
ধূপে কেন আগুন জ্বালো
সুগন্ধি যে গন্ধ আনে
তোমার প্রাণে
কে-ই বা জানে!
ভিতর হতে বাহিরে যার
চিতা জানে তার হাহাকার
পুড়তে জানে
মরতে জানে
যেথায় টানে
হৃদয় নিয়ে হৃদয়ের ভার
হার মানাতে মেনেছি হার
রিক্ত দানে
সিক্ত স্নানে
তোমার পানে
সুখেই যদি রাখবে বলো
ধূপে কেন আগুন জ্বালো
সুগন্ধি যে গন্ধ আনে
তোমার প্রাণে
কে-ই বা জানে।
- অধরা কালেকশন্।
২৮.০৫.২২।

 

 

 

 

 

যাওয়া হলো না

--- ফেরদৌসী বেগম

রাজশাহী/ ২৪.০৫.২০২২
কোথাও কি যাওয়ার ছিলো!
পথ এসে আগলে ছিলো
নদী বলেছিলো যাবে?
সমুদ্রের কোলাহলে
যাওয়া হলো না কোথাও
চারিদিকে ফরাসী সৌরভ
তবু পড়ে রইলাম
এ আর্দ্র মাটির ঘ্রাণে।।।।

 

 

 

 

মেঘ

রত্না চক্রবর্তী


২২.৫.২২
ছেঁড়া মেঘে চাঁদ পড়ে ঢাকা
আলো তার ম্রিয়মাণ হয়,
ক্ষণেকের তরে সেটা জেনো
এ আঁধার চিরদিনের নয়।

 

 

 

 

আগন্তুক..........

সামিদা খাতুন

 

আমাতে যেন কে করে বসবাস
কে জানি করে গো আনাগোনা
কার জন্য আমার হলো সর্বনাশ
কার কন্ঠ দূর থেকেও যায় শোনা।
কে যেন আমায় চোখে হারায়
আমি থাকি কার চোখের তারায়
কে আসে আমার চিন্তা চেতনায়
অগাধ প্রবেশ তার আমার ঘুম পাড়ায়।
কখন যেন আমি কার হয়েছি
কে যেন আমায় পেয়েছে
আমায় পাইতে কাছে কে যেন
বার বার দু হাত বাড়ায়।
গোপনে বুঝি সে আমায় খোঁজে
আমার মতো করেই আমায় বুঝে
এমন বাঁধনে বেঁধেছে সে আমায়
রাখে স্নিগ্ধ শীতল ছায়ায়
আমিও বুঝি তাই বাঁধা পড়েছি
তার কালো চোখের ওই মায়ায়।

 

 

 

 

 

পাপে পুণ্য  

✍ সাইদুজ্জামান

 

কিশমিশ আঙ্গুর অনেক খেয়েছি, এখন খাচ্ছি খাবি,
সফলতার গোপন ঘরে বন্দী আছে চাবি।
দুহাত মাখা এক জীবনের অনেক কালো,
বলা হয় পাপে নাকি প্রায়শ্চিত্তই ভালো।
পাপও ভালো, না হলে প্রায়শ্চিত্ত কীসের ?
পুণ্য থাকে মধ্যখানে - পদ্য মদ্য বিষের।
টরন্টো, মে ১৩, ২০২২

 

 

 

 

পিচ ঢালা পথে,,,,,,

 

ফেরদৌসী বেগম

 

হেলা ভরে যারে ঠেলিছো দূরে
কে জানে তারেই লাগিবে পিছে।
কতটা সুদীর্ঘ প্রহরে
কতটা ব্যথাতুর হয়ে
কতটা বৈরাগ্যে গৃহত্যাগী জোছনা
হেঁটে যায় পিচঢালা পথে
কে রাখে খবর তার!
মরা কাটালে নামে যে জল
নিয়ে সকল ক্লেদ
না আসুক ফিরে, না বাসুক ভালো
না ফিরুক ধরাচলে
তেজ কাটালে।
রাজশাহী/ ২৬.০৫.২০২২

 

 

 

 

কী চাও কতটা চাও!

 

গৌতম  সাহা 

 

কি যে চাও
কতটা চাও
কিছুই জানি না
এক প্রস্থ বিকেল নিয়ে বসে আছি
এক আকাশ স্বপ্ন নিয়ে বসে আছি
এক বুক নদী এপারওপার দোল খায়
এবার নিজের কথা বলি
যা বলেছি সবটুকু সত্য
যা দিয়েছি পুড়ে তাই কষ্টিপাথর
কি যে চাও
কতটা চাও
কিছুই বুঝি না
ছন্দ বিমূঢ় সকাল নিয়ে বসে আছি
এক দুপুরের কান্না নিয়ে বসে আছি
ছায়ার ভিতর ছায়া নিয়ে বসে আছি
কি চাও?
কতটা চাও?
জানি না কিছুই।
- অধরা কালেকশন্।
২৭.০৫.২২।

 

 

 



 

 

 

 

সুপলবাবা, তোকে

 

- লীমা জামান শিল্পী

 

সব দিয়েছি তোকে - শুধুই তোকে,
তুইও জানিস, জানে সকল লোকে।
বাবা তুই আমার অনেক বড় হবি,
এই কামনা, সুস্বপ্নের প্রতিচ্ছবি।
মাকে তুই যাসনে যেন ভুলে,
যত দূরেই থাকিস, লিখিস চিঠি মন খুলে ।

 

 

 

 

 

ছোট বড়

রত্না চক্রবর্তী

২১.৫.২২
আমফানে গাছ যে ভেঙে ছিল,
শূণ্য মস্ত গহ্বর,
আজ দেখি কচি শিশু তরু
নাড়ে পাতা ঝর ঝর ঝর।