টরন্টো, মে ২৯, ২০২২, নভো সংখ্যা ৩২ 
              
হোমপেজ সম্পাদকীয় পাঠক পরিষদের কথা কবিতা ছোট গল্প ধারাবাহিক সাহিত্য সংবাদ ভ্রমণ কাহিনি বিশেষ নিবন্ধ বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল আবৃত্তি / কণ্ঠসঙ্গীত পাঠাগার আর্কাইভ লেখক পরিচিতি যোগাযোগ

কার্তিকের কুয়াশা

সম্পাদকীয়

 

 

কার্তিকের কুয়াশার এমাসের সংখ্যা নিবেদন করা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশত ত্রয়োবিংশতিতম জন্মবার্ষিকী উপলক্ষে। নজরুল আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ - ত্রিকালই জয় করে আছেন। আছেন আমাদের হৃদয়ে, আমাদের চেতনায়। যে নজরুল সুগঠিত দেহ ও প্রাণখোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন, ১৯৪২ খ্রিষ্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয়। ওই সদাশয় গুণী মানুষটির অসুস্থতায় বাংলা সাহিত্যজগতের ইন্দ্রপতন ঘটলো।
সেই একটা সময় ছিল যখন কৃতী কবিদের নিয়ে একটা চাঁদের হাট বসেছিল, তা হয়তো বসবে না আর কখনোই। তারপরও কার্তিকের কুয়াশায় প্রতিশ্রুতিশীল লেখকদেরকে তুলে ধরবো এ আমার ধনুকভাঙা পণ। তাই কার্তিকের কুয়াশায় বসে বসে কেবল রাজা-উজির মারার বদলে আসুন সত্যিকারের সাহিত্য চর্চা করি। সাহিত্যকর্মে কোনোরকমে ইতি গজ করে পাঠকের হাত থেকে বেঁচে ওঠা অসম্ভব,তাই লিখতে হলে পড়ুন, সময় নিয়ে লিখুন, ভালোবেসে লিখুন।
এ সংখ্যায় বেশ কিছু নতুন গল্প-কবিতা নির্বাচিত হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। শুভ হোক বাংলা সাহিত্য।
মে ২৯, ২০২২




 

সাইদুজ্জামান, টরন্টো, কানাডা।