টরন্টো, ২৫ অক্টোবর, ২০১৬ নভো সংখ্যা ১০

সংবাদ

 

 

 

 

 

সম্পাদকীয়

 

প্রযুক্তির বৈপ্লবিক উন্নতির কারণে সাহিত্য সাময়িকী শুধুমাত্র মুদ্রন সংস্করণের মধ্যে আর সীমাবদ্ধ থাকেনি। আন্তর্জাল সংস্করণের উন্মুক্ততায় আমাদের সাহিত্যের খবরও এখন ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। উন্নত প্রযুক্তির এই অবারিত ধারায় প্রযুক্ত হচ্ছে বাংলা ভাষার, বাংলা সাহিত্যের নানা সাময়িকী। ওয়েব ভার্সনের উপর নির্ভরতা বাড়ছে। এই ইতিবাচক প্রভাব আমাদের সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে। বাংলা সাহিত্যের যে সব কারিগররা এই মাধ্যমটি কেন্দ্র করে সাহিত্যের নতুন ধারা নির্মাণে ব্রতী হয়েছেন, আমরা তাদের সারিতে দাঁড়াতে আগ্রহী।আমরা বিচ্ছিন্নতা ঘোচাতে চাই। নান্দনিক সৃষ্টিলীলায় কার্তিকের কুয়াশা 'র অমেয় তলে সামগ্রিকভাবে সমবেত হওয়ার প্রচেষ্টা দিয়ে সাহিত্যের বিপুল স্বপ্ন ফসলে ভরিয়ে তুলতে চাই উর্বর ভূমি। তাই চাই সবার অংশগ্রহন।সেভ আওয়ার এনভায়রনমেন্ট এর কর্ণধার ড. সাইদুজ্জামানের প্রতি আমাদের অপরিসীম কৃতজ্ঞতা। তাঁর অকৃপণ সহযোগিতার কারণে এই প্রকাশনা প্রয়াস আবার চলমান করা সম্ভব হয়েছে। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।

সাগর জামান