টরন্টো, ডিসেম্বর ১২, ২০১৬, নভো সংখ্যা ১১

সংবাদ

 

 

 

 

 

সম্পাদকীয়

 

পাঠকরাই সাহিত্যের মুল পেট্রন। কার্তিকের কুয়াশা গত সংখ্যা প্রকাশের পর পাঠকদের আবেগস্পন্দিত সমর্থন আমাদের পরম প্রাপ্তি।পাঠকচিত্ত স্পর্শ করতে পেরে আমরাও আনন্দিত। এবং উৎফুল্ল। আমরা পাঠকদের ভালোবাসা সম্বল করে পরিবর্তনের প্রত্যয়ে এ প্রকাশনাকাজের  ধারাবাহিকতা রক্ষার জন্য অভিনব নান্দনিক চিন্তাপ্রণালী দিয়ে নতুন উদ্যম আর উদ্দীপনায়  কার্তিকের কুয়াশার  ক্যানভাস তৈরি করতে আগ্রহী।  কার্তিকের কুয়াশার   ঠিকানায় প্রচুর লেখা এসেছে আশাব্যঞ্জকভাবে। আমরা স্বাতন্ত্রস্বক্রিয়তা অক্ষুণ্ণ রেখে লেখকদের ভাবনা,  স্বপ্নের আলোকরশ্মি আর কাব্যের কারুকার্যময় মাল্যরচনায় কার্তিকের কুয়াশার প্রতিটি স্তর গ্রথিত করতে প্রয়াসী। নবতর কিছু পরিকল্পনা থেকে এ সংখ্যা প্রকাশিত হলো।
মুক্তিযুদ্ধ আমাদের গৌরবময় অহংকার। লক্ষ মানুষের আত্মত্যাগে আমাদের স্বাধীনতা অর্জন। শহীদ সিরাজুদ্দীন হোসেন তাদের একজন। লেখালেখি ভুবনের বরপুত্র, এদেশের সাংবাদিকতা জগতের পথিকৃৎ আমাদের চেতনার এই মহামানুষ শহীদ সিরাজুদ্দীন হোসেনকে এ সংখ্যাটি উৎসর্গ করা হলো। তাঁর উপর একটি বিশেষ নিবন্ধও প্রকাশিত হলো।  এছাড়া একগুচ্ছ তরতাজা কবিতা, বই আলোচনা, প্রবন্ধ কার্তিকের কুয়াশায় চলতি সংখ্যায় স্থান করে নিয়েছে।
দীর্ঘ পথ পরিক্রমা, প্রিয় পাঠক দেখা হবে আবার। সবাইকে পারিজাত শুভেচ্ছা কার্তিকের কুয়াশা ধারায়।

সাগর জামান